ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ছড়া: প্রিয় হেমন্ত ও হেমন্ত মানে

আলাউদ্দিন হোসেন

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ অক্টোবর ২০২২  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রিয় হেমন্ত

কুয়াশার আবরণে
লজ্জাবতী নারী
সোনা রঙের ফসলে
মাঠ-প্রান্তর ভারী।

কৃষক মুখে রঙিন হাসি
মমতাময়ী নারী
সোনাধানে গোলা ভরা
আনন্দ সারাবাড়ি।

পল্লিজুড়ে মুক্ত হাসি
ভেসে চলা ঘ্রাণ
খেটে খাওয়া ঘামের গন্ধ
কৃষক জুড়ায় প্রাণ।

****

হেমন্ত মানে

হেমন্ত মানে কৃষাণ মুখ
হাসে সারাবেলা
হেমন্ত মানে দিগদিগন্ত
পাকা ধানের মেলা।

হেমন্ত মানে শিশির ঝরা
শীতল হাওয়া ভোর
হেমন্ত মানে নতুন পিঠা
আত্মীয়তার জোর।

হেমন্ত মানে ধানের গন্ধ
সবুজ শ্যামল চরা
হেমন্ত মানে পল্লিগাঁয়ে
ধানের গোলা ভরা।

সর্বশেষ
জনপ্রিয়