ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছড়া: কোকিল ও বসন্ত

আলাউদ্দিন হোসেন

প্রকাশিত: ১৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বসন্ত এলে কোকিল ডাকে
গাছের ডালে ডালে
বসন্ত এলে কোকিল পরে
নতুন প্রেমের জালে।

বসন্তজুড়ে কোকিল বাজায়
প্রাণখুলে তার বাঁশি
বাঁশির সুরে ভেসে আসে
বসন্ত ভালোবাসি।

পাগল করা কোকিল মায়া
বসন্ত ভালোবাসে
গাছের ডালে নতুন কিশলয়
ইচ্ছেমতো হাসে।

সর্বশেষ
জনপ্রিয়