ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিকিৎসার জন্য বছরে ৩ লাখ ঢাকা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ৫ জুন ২০২৩  

চিকিৎসার জন্য বছরে ৩ লাখ ঢাকা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

চিকিৎসার জন্য বছরে ৩ লাখ ঢাকা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার জন্য এখন থেকে সরকারের পক্ষ থেকে বছরে ৩ লাখ টাকা দেওয়া হবে। এর বাইরে চিকিৎসা ব্যয় বেশি হলে সেটা চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হবে।

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এখন প্রায় ২ লাখ বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা ব্যয় হিসেবে বছরে ২ লাখ টাকা পান। সেটা আরো এক লাখ বাড়ানো হলো।

ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বিশেষায়িত ২৪টি হাসপাতাল ছাড়াও জেলা, উপজেলা পর্যায়ের সব হাসপাতালেই বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসা নিতে পারবেন মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে চুক্তিটি তিন বছরের জন্য ছিল। এখন চুক্তির মেয়াদ এবং তাদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালের সংখ্যাও বাড়ানো হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়