ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে খুন করা সেই বৃদ্ধ গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ৩১ মে ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করে পালিয়ে থাকা বৃদ্ধ আবদুস ছাত্তারকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ মে) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকা থেকে গ্রেফতার করে চন্দনাইশ থানা পুলিশ।

এর আগে গত সোমবার (৭ মে) দিবাগত রাত ১০টার দিকে চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন এ বৃদ্ধ।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, স্ত্রীকে ছুরিকাঘাত করার পর মারা গেছেন জেনে আবদুস সাত্তার চট্টগ্রামের পটিয়া, বান্দরবান, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলকায় আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া এলাকায় এক ব্যক্তির কাছে দিনমজুরের কাজ নিয়েছিলেন। সোমবার সকালে জমিতে কাজ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ছুরিকাঘাতে বৃদ্ধা রাজিয়া বেগম (৫৫) খুনের ঘটনায় ৮ মে নিহতের বড় মেয়ে বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবদুস সাত্তারকে একমাত্র আসামি করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়