ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার শূন্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২৭ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ৩২টি নমুনা পরীক্ষা করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য।

রোববার (২৭ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ১৭টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি, ইপিক হেলথ কেয়ারে ১টি এবং মেট্রোপলিটন হাসপাতালে ২টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া যায়।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৫০৬ জন। এর মধ্যে নগরে ৯৪ হাজার ৪৩০ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৫ হাজার ৭৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার টিকাদানের কারণেই বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে নেমে এসেছে।  

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ও ১৫টি উপজেলায় শিক্ষার্থী রয়েছে আনুমানিক সাড়ে ৯ লাখ। এর মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা ৮ লাখের মতো। চট্টগ্রাম নগরীতে এই সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার ৯০৮ জন। এসব শিক্ষার্থীর অধিকাংশই টিকার আওতায় এসেছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়