ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যামেরুন-সার্বিয়া ড্রয়ে ব্রাজিলের জন্য সহজ সমীকরণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ২৮ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবু জানুব স্টেডিয়ামে দারুণ রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষী হলো বিশ্ব। বিশ্বকাপের গ্রুপ 'জি' এর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র করেছে 'আফ্রিকার অদম্য সিংহ' খ্যাত ক্যামেরুন। তাতে অনেকটাই সহজ হয়ে গেছে গ্রুপ 'জি' এর সমীকরণ। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে জয় পাওয়া দলের আজই নিশ্চিত হয়ে যাবে শেষ ষোলো। হারলেও থাকবে সুযোগ।

আল জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের বাঁচামরার লড়াইয়ে সোমবার (২৮ নভেম্বর) ৩-৩ গোলের সমতায় মাঠ ছাড়ে দুদল। ম্যাচে প্রথম সাফল্য আসে আফ্রিকার দেশটির পক্ষে। ২৯ মিনিটে চার্লস ক্যাস্তেলেত্তো দলকে লিড এনে দেন। সেই লিড তারা ধরে রেখেছিল ম্যাচের ৪৫ মিনিট পর্যন্ত। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়েই হঠাৎ ছন্দপতন হয় ক্যামেরুনের রক্ষণদুর্গের। যোগ করা প্রথম মিনিটে দুসান তাদিচের ফ্রি-কিক হেডের সাহায্যে জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান স্ত্রাহিনজা পাভলোভিচ।

এরপর এক মিনিটের ব্যবধানে ক্যামেরুনের জালে দ্বিতীয় আঘাতটি হানেন মিলিনকোভিচ-স্যাভিচ। বিরতির পর ৫৩ মিনিটে অ্যালেকসান্দার মিত্রোভিচের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সার্বিয়া।

১১ মিনিট পর অবশ্য নিজেদের চিরচেনা ছন্দে ফেরে আফ্রিকার দেশটি। ম্যাচের ৬৪ মিনিটে ব্যবধান কমিয়ে দলকে লড়াইয়ে ফেরান ভিনসেন্ত আবুবাকার। এক মিনিট পর দলকে ফের গোল উৎসবে মাতান এরিক ম্যাক্সিম চোপু-মোতিং।

এ ড্রয়ে ২ ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে সার্বিয়া-ক্যামেরুন। ফিকে হয়ে গেছে শেষ ষোলোর আশাও। তবে তাদের ড্রয়ে লাভ হয়েছে শিরোপা প্রত্যাশী ব্রাজিল ও সুইজারল্যান্ডের। সোমবার রাতে স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। উভয় দলই  নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এদিন জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে শেষ ষোলো। 

৩ পয়েন্ট করে থাকায় এই ম্যাচে ব্রাজিল জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুন বা সার্বিয়া জয় তুলে নিলে তাদের পয়েন্ট হবে ৪। অর্থ্যাৎ জয় পেলেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে ব্রাজিল। একই সমীকরণ সুইসদের সামনেও।

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ ড্র হলেও ভালোমতোই টিকে থাকবে ব্রাজিলের সম্ভাবনা। ড্র করলে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে ৪। শেষ ম্যাচে তখন ১ পয়েন্ট পেলেও নিশ্চিত হবে পরের রাউন্ডে খেলা। একই সমীকরণ প্রযোজ্য সুইজারল্যান্ডের ক্ষেত্রেও।

তবে ব্রাজিল যদি সুইসদের কাছে হেরে যায় তবে আশা জাগবে ক্যামেরুনের। তবে শেষ ম্যাচে জয় পেতেই হবে ব্রাজিলের। ড্র করলে পড়তে হবে নানা সমীকরণের মারপ্যাঁচে। একইভাবে সুইজারল্যান্ড যদি ব্রাজিলের কাছে হেরে যায় তবে শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জয় পেতে হবে তাদের। সে ম্যাচে ড্র করলে তাদেরও পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে।

সর্বশেষ
জনপ্রিয়