ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কে হচ্ছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ২৭ নভেম্বর ২০২২   আপডেট: ০৮:৫৭, ২৮ নভেম্বর ২০২২

কে হচ্ছেন নেত্রকোণায় জেলা আ”লীগের সভাপতি-সম্পাদক?

কে হচ্ছেন নেত্রকোণায় জেলা আ”লীগের সভাপতি-সম্পাদক?

নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। শহরতলীর সর্বত্রই শোভা পাচ্ছে কেন্দ্রীয় আ’লীগ নেতাদের ছবি সম্বলিত তোড়ন, ফেস্টুন, বিলবোর্ড এবং ব্যানার।

দীর্ঘ ৬ বছরের মাথায় জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কে হচ্ছেন সভাপতি-সাধারন সম্পাদক এনিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে। সম্মেলনে প্রতিযোগী সভাপতি-সম্পাদক পদপ্রার্থীদের প্রায় সকলেই রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা। 

 জানা গেছে, জেলা আ’লীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  মো. আশরাফ আলী খান খসরু এমপি এবং জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক-১ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানসহ বেশ কয়েকজন প্রার্থী। সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান লিটন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুকসহ বেশ কয়েকজন। সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি এবং যুগ্ম সাধারন সম্পাদক-১ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান উভয়েই জেলা শহরের ঐতিহ্যবাহী পৃথক দুই খান পরিবারের কৃতি সন্তান। বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপির মরহুম পিতা এবং বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানের মরহুম পিতা উভয়েই ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈিিতক সহচর। নেত্রকোনা সদর আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্ধী সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান নেত্রকোনা প্রথম শ্রেনীর পৌরসভার তিনবারের নির্বাচিত সফল মেয়র। ২০০৪ সাল থেকে অদ্যাবধি জেলা আ’লীগের সাধারন সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এবং যুগ্ম সাধারন সম্পাদক-১ হিসেবে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান সফলভাবে  জেলায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 

জেলা আ’লীগের সভাপতি পদপ্রার্থী প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান উভয়েই ছাত্রজীবনে নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। উভয়েই জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা। অপরদিকে জেলা আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থীদের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন আ’লীগের দুঃসময়ের কান্ডারী, ত্যাগী, নির্যাতিত, রাজপথের আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগের সাহসী ছাত্রনেতা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নূর খান মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রশান্ত কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ভজন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. শামছুর রহমান লিটন,  জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক। ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক ছাত্রনেতাদের মধ্যে থেকে কে কে আসছেন শীর্ষ নেতৃত্বে এনিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্রই ব্যাপকভাবে আলোচনা শোনা যাচ্ছে। শীর্ষ দ্ইুটি পদের প্রতি সকলের এখন তীক্ষè দৃষ্টি। সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যানার, ফেস্টুনের মাধ্যমে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়েছেন। 

সম্ভাব্য সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদের মাঝে প্রচারনার শীর্ষে রয়েছেন আওয়ামীলীগ নেতা প্যানেল মেয়র-২ দানবীর হেলাল উদ্দিন শেখ। দানবীর হেলাল উদ্দিন শেখ নেত্রকোনা পৌরসভার ৯নং ওয়ার্ডের টানা চারবারের নির্বাচিত পৌর কাউন্সিলর। তিনি বিএনপির শাসনামলে একাধিকবার নির্যাতিত হন এবং কারাবরণ করেছেন।       

জেলা আ’লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুত কমিটির আহবায়ক ও জেলা আ’লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বলেন, জেলা শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলনের প্যান্ডেল তৈরি এবং সভামঞ্চ সজ্জিত কাজ এগিয়ে  চলেছে। সম্মেলনের দিন নেত্রকোনা জনসমুদ্রে পরিনত হবে। নেত্রকোনার মাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘাটি। গোপালগঞ্জের পরেই নেত্রকোনা আ’লীগের দূর্গখ্যাত জেলা হিসেবে পরিচিতি রয়েছে। জেলার সংসদীয় ৫টি আসনেই আমাদের। বিশ^মানবতার নেত্রী উন্নয়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ রয়েছি। সম্মেলনকে সফল করার লক্ষে আমাদের তৃনমূলে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সকল স্থরের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়