ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কৃষি পুর্নবাসনের লক্ষ্যে বগুড়ায় প্রণোদনার সার-বীজ পেলেন ৬৪০ কৃষক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৮ জুন ২০২২  

কৃষকদের হাতে প্রণোদনার সার-বীজ তুলে দিচ্ছেন অতিথিরা

কৃষকদের হাতে প্রণোদনার সার-বীজ তুলে দিচ্ছেন অতিথিরা

বগুড়ার আদমদীঘিতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি পুর্নবাসনের লক্ষ্যে ৬৪০ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের হাতে পেঁয়াজ ও আমন ধানের বীজ এবং সার তুলে দেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু

এ সময় আদমদীঘির ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী পাল, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ মৌসুমে গ্রীষ্মকালিন পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় আদমদীঘি উপজেলার ৫৭০ কৃষককে রোপা আমন ধান বীজ ও সার এবং ৭০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার প্রদান করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়