ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কিশোরগঞ্জের ভৈরবে উৎসব মুখর পরিবেশে পদ্মা সেতু উদ্বোধন উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ২৫ জুন ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উৎসব মুখর পরিবেশে ভৈরবে র‌্যালি, মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। আত্মমর্যাদা সম্পন্ন বাঙালি গর্বের আরেকটি সংযোজন নাম পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সততা, আত্মবিশ্বাস ও সাহসিকতার বিজয়গাঁথা অনন্য অর্জন এ পদ্মা সেতু। সারা বাংলাদেশের ন্যায় আজ ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী দিনে ভৈরবেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। দিনটি উপলক্ষে ২৪ ও ২৫ জুন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা প্রদর্শন ও ২৫ জুন সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে বেলুন উত্তোলনের মাধ্যমে শেষ হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে অতিথিবৃন্দের অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় জনসমাবেশে প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ
এছাড়াও সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিসহ সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সব শেষে স্থানীয় শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়