ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের করিমগঞ্জের বারঘরিয়া ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৩, ২৬ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে ইউনিয়নের গাবতলী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মো. আবু তাহের । এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ।

বারঘড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. গোলাপ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ছফি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. শাহাবউদ্দিন ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ।

সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা কৃষক লীগের ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, দেহুন্দা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আবুল কাশেম মাস্টার, যুবলীগ নেতা মো. মোজাহিদ, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান জয় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব এখন বিপর্যস্ত। উন্নত দেশগুলোতেও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ এখনো বেশ ভালো আছে।

শেখ হাসিনা মানেই মুক্তিযদ্ধের চেতনায় দেশ ও জাতীর উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশকে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

শেষে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মো. গোলাপ মিয়াকে সভাপতি ও মো. মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়