ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিল্পকলা একাডেমি পুনঃচালুকরণ উপলক্ষে সাংস্কৃতিক উৎসব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ২০ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা শিল্পকলা একাডেমি পুনঃ চালুকরণ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০ বছর বন্ধ থাকায় শিল্পকলা একাডেমিক ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সদ্য নির্বাচিত শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর শুরু হয় এর সংস্কার কাজ। সংস্কার শেষে গত শনিবার বিকালে শিল্পকলাএকাডেমি ভবনের পুন:চালুকরণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এ উপলক্ষে সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে নাচ, গান, আবৃত্তি ও নাটকের মঞ্চায়নের মাধ্যমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব। ফলে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে উপজেলার শিল্পাঙ্গণে।

উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল হাসান উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম নাঈম।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. ইসরাঈল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মাস্টার, বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাদশা, কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি দেবাশীষ রায় পার্থসহ স্থানীয় সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়