ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে শীতের আমেজে জমে উঠছে শীতবস্ত্রের বাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ২৭ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে শুরু হয়েছে শীতের আমেজ। জমে উঠছে শীতবস্ত্রের বাজার। ঋতু গণনায় এখনও শীত আসেনি, হেমন্তকাল চলছে। কিন্তু শীতের আমেজ শুরু হয়ে গেছে। যদিও এখনও ভারি কাপড় পরার মত শীত পড়েনি। রাতে কুয়াশা পড়ে এবং কিছুটা ঠান্ডাও পড়ে। তবে কয়েক দিনের মধ্যেই ভারি কাপড় নামাতে হবে, এটা বোঝা যাচ্ছে। যে কারণে শীত বস্ত্রের বাজারও জমে উঠছে। শপিং মলসহ ফুটপাতের দোকানিরা গরম কাপরের পসরা জানিয়ে বসছেন। ক্রেতার সংখ্যাও দিন দিন বাড়তে শুরু করেছে। মধ্য আর স্বল্প আয়ের ক্রেতারা মূলত যাচ্ছেন ফুটপাত বা সড়ক মার্কেটগুলোতে।

শহরের গৌরাঙ্গবাজার সেতুর পাশে নরসুন্দা নদীর তীরবর্তী খালি চত্বরে দোকানিরা ভ্যানের ওপর ছাতা টানিয়ে মার্কেট সাজিয়েছেন। সেখানে ভারি কাপড়ের প্যান্ট, সুয়েটার, জ্যাকেট, ট্রাউজার, টাইসসহ নানা রকম মৌসুমি পোশাকের পসরা সাজানো হয়েছে। নরী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের ক্রেতারা সেখানে কেনাকাটা করছেন। এখন ক্রেতার ভিড় কিছুটা কম হলেও কয়েক দিনের মধ্যেই ভিড় বাড়তে থাকবে বলে ক্রেতারা মনে করছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়