ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জে মাদকবিরোধী দিবসে আলোচনা সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৬ জুন ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। এছাড়া মাদক বিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়েছে।

আজ ২৬ জুন রোববার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম র‌্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন, জেলা মহিলা লীগ সম্পাদক বিলকিস বেগম, মাদক বিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহান, আনোয়ার পারভেজসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ। বক্তাগণ মাদকের ভয়াবহতা সম্পর্কে বলেন, আজকে মাদকের ছোবলে সমাজের মরাত্মক অবনতি ঘটছে। শিক্ষার্থীরা এবং যুবক-তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন শৃংখলা বাহিনী প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও এর সঙ্গে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করা যাবে না। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়