ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের যাত্রা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ৩ জুলাই ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। রোববার (৩ জুলাই) সকালের দিকে জেলা শহরের হোসেনপুর রোডের নগুয়া-বটতলা মোড় এলাকায় দুদক কার্যালয়টি উদ্বোধন করা হয়।

দুদক সচিব মো. মাহবুব হোসেন এর উদ্বোধন করেন।  

এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সচিব মো. মাহবুব হোসেন।

মতবিনিময় সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, দুদকের কিশোরগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিনসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে কিশোরগঞ্জ ছাড়াও ১১ জেলায় দুদকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।  

এর মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), গোপালগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা), পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) ও ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও ও পঞ্চগড়) সমন্বিত জেলা কার্যালয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়