ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাদক বিক্রেতাকে আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ৩০ জুন ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ওসমান গনি (২৩) নামে এক রোহিঙ্গা মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাব।

গত বুধবার (২৯ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক ওসমান গনি পার্শ্ববর্তী দেশ মায়ানমারের নাগরিক মৃত আলী আহম্মেদের ছেলে। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রিফিউজি ক্যাম্প ১২ এ বসবাস করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসমান গনি দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, ওসমান গনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়