ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

কিশোরগঞ্জ জেলার ভৈরবে সরকারি খাস জমি উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ২১ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখলে রাখা মানিকদী মৌজার ১২ শতাংশ সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন।

গতকাল ২০ মার্চ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ এর নেতৃত্বে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা ঐ এলাকায় উচ্ছেদ অভিযান করেন। এই সময় ভৈরব থানা পুলিশ সহযোগিতা করেন।

জানা যায়, খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা মানিকদি ইউনিয়ের নাদিরুজামান ভূঁইয়া’র একটি হাফ বিল্ডিং ঘর ও একটি গোডাউন বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, সরকারের অনুমোদন না নিয়ে খাস জায়গায় স্থাপনা নির্মাণ করা ঠিক না। খাস জমিতে গড়ে তোলা সব ধরনের স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে আমরা তাদের নোটিশ করি এবং কিছু দিনের সময়ও দেয় । তবে তারা নিজ নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিয়ে গেলেও স্থাপনাগুলো থাকায় তা বুলডোজারের মাধ্যমে ভেঙ্গে দিয়ে জায়গা দখলমুক্ত করা হয়। এছাড়া তিনি আরো জানান সরকারি খাস জমি উদ্ধারের এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়