ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌরসভার উন্নয়ন কাজের উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১৩ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৫৫ লাখ ৩১ হাজার টাকার ৩টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারণে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। বাজিতপুর পৌর কাউন্সিলর মুহাম্মদ আব্দুর রহিম রিপনের সভাপতিত্বে উন্মুক্ত লটারী কার্যক্রমে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালমা আক্তার, প্রশাসনের কয়েকটি দফতরের কর্মকর্তা ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ও পৌর রাজস্ব তহবিল থেকে ৩টি উন্নয়ন কাজের টেন্ডার দেওয়া হয়।

বিভিন্ন উপজেলার ২৭ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করে। বৈধ দরদাতাদের মধ্যে হতে উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়