ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কবিতা পর্ব : হকার ও গতি

ফেরদৌস জান্নাতুল

প্রকাশিত: ১২:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হকার

যেখানে নেমেছে রাত
ডুবতে ডুবতে অন্ধকার এক
জড়ায় তাবৎ উষ্ণতায়।
এখানে সূর্য প্রেম দেয়, মানুষে মানুষে বিদ্বেষ;
হা-এর ভেতর মহাসমুদ্র, মহাআহ্লাদ, মহামাতম
মেঘ দৌড়ের খেলা শেষে দেখি
চলছে উন্মোচনের কপাট খোলার মৌসুম।

****

গতি

অগ্রসর হচ্ছে অতিদ্রুত নৃত্যরত মুহূর্ত
গতির দুয়ারে পাহারায় শান্ত পতঙ্গ।
আমাদের সামনে এখন বিবিধ প্রকাশ
ছদ্ম পোশাকে বাহারি নৈর্ব্যক্তিক

খাঁচা বোঝে অহরহ পাখির পদধ্বনি
কেননা এটাই ধ্বনি নকশার প্রাথমিক খসড়া;
যার থেকে অস্তিত্বমুখ অঙ্কুরের দিশা পাবে
এই ভাদ্রে, এই আসন্ন আশ্বিনের গন্ধে।

সর্বশেষ
জনপ্রিয়