ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কবিতা পর্ব : শ্রমিক ও খোঁজ

ঝুটন দত্ত

প্রকাশিত: ১৮:১৬, ২০ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রমিক

ভূমি মালিকানার দাবি করি না
স্বপ্ন দেখিনি ভূস্বামী হবার;
তোমার বুকে ছুরি বসিয়ে সম্ভ্রমহানির দুঃসাহস নেই।

সামান্য শ্রমিক আমি, আমার শ্রমের ন্যায্যতার অধিকারী মানবের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চাই।
পূর্বপুরুষের সংগ্রামী রক্তে ভেজা মাটি, স্বাধীনতার আমরা উত্তরসূরি... আগন্তুক নয়।

****

খোঁজ

হাওয়ায় দোলে মন
এক পা, দু’ পা করে এগিয়ে যা-ও তুমি;
ভরা নদের তীরে সন্ধ্যামালতী হাসে। আপন বেগে ছোটে জলের ধারা,
আর বিরহী প্রেমিক ডোবে সুইমিং পুলে।

দূরের গহীন বনে বাজে বাঁশি
কার খোঁজ কে রাখে পাথর নগরীতে!
তবুও ময়ূরপুচ্ছ পেখম মেলে।
তাই জানতে ইচ্ছে করে—
তোমারে যে পাই, কতটুকু পাই এ ভব সংসারে।

সর্বশেষ
জনপ্রিয়