ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কবিতা পর্ব : বাংলার রাসেল

কাজী আরিফ

প্রকাশিত: ১৩:০৮, ১৯ নভেম্বর ২০২২  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রজাপতির ডানা ধরতে নিজেই
উড়ে বেড়াতে সারা বাড়িময় প্রজাপতির মতো।

বাড়ির কবুতরদের খেতে দিতে কিম্বা
টমিকে আদরটুকু তুমিই দিতে।
এতকিছুর পর ট্রাইসাইকেলে দাপিয়ে বেড়াতে ৩২ নম্বরের আশপাশ।

একদিন তুমি হয়তো বিশাল মহীরুহ হতে পারতে,
হতে পারতে বাট্রান্ড রাসেলের মতো বিখ্যাত কেউ,
অথবা হতে পারতে একজন বিশ্বনেতা ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়াভারা।
যদি তা-ও না হতে অন্তত
শেখ মুজিবের মতো অগ্নিপুরুষের যোগ্য উত্তরসূরী হতে তো পারতে।

অমিত সম্ভাবনা যখন বুলেটে হত্যা হয়ে যায়,
যখন ইতিহাসের পাতায় রক্ত ঝরে যায়
তখন প্রতিটা রক্তকণা থেকে জন্ম নেয়- 

হাজার হাজার সম্ভাবনা
জন্ম নেয় হাজার হাজার শেখ রাসেল।

সর্বশেষ
জনপ্রিয়