ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কবিতা পর্ব : অব্যক্ত ও বহিরাগতদের প্রবেশ নিষেধ

ফেরদৌস জান্নাতুল

প্রকাশিত: ১৩:০৯, ১৭ নভেম্বর ২০২২  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অব্যক্ত

কেউ শুনছে না
কেবল বলছে অনর্গল
দেখছে জলস্রোতের ভাঁজ, পাটাতনের চড়ুইভাতি।
এদিকে বারেন্দ্রিক রোদ পরে
সন্ধ্যা ঝুঁকে থাকে পশ্চিম জানালায়
থরে থরে রাতজাগা শিউলি হাসে ভোরের কুয়াশায়।

চলতে চলতে বিরতির প্রয়োজন
লু হাওয়ার পরশ, ঊর্ধ্বগতির ভাবরস।

নানাবিধ শ্রেণি ও সংখ্যার সফেদ হিসেব
এলায়িত রেশমের তাঁতশালায়
যেন এক অবাধ্য শব্দের বিস্ফোরণ
ঘূর্ণির মতো ছুটে চেলে স্ফীত মেঘের নগরে।

****

বহিরাগতদের প্রবেশ নিষেধ

ধরা যাক দূরত্ব একটি খাদ সত্তার গভীরে গিয়ে
পুরোনো গল্পের মোড়ক উন্মোচনের হুল্লোড়-
নিয়ন আলোর মতোই নিষ্প্রাণ মেকি প্রলোভন।

আমাদের অতিথি পাখিরা এখন দূরত্ব বোঝে না
দূরন্ত ঘূর্ণির মতো ঘোরে চমৎকৃতের পথে পথে
এরপর এক দুই তিন করে একে একে সবকটা কাঁটাতারে
ঝুলে থাকে পলাতক পতঙ্গ পা, শূন্য হৃদঘর, ঘন ঘোর।

বেরিকেটে পচন ধরেছে বহুকাল
ক্ষীণ ল্যাম্পপোস্টের খোলা হাতল ধরে-
হৈ মেরে আসো-দেখা যাক সংরক্ষিত পাতাবাহারদের বৈঠকে...

সর্বশেষ
জনপ্রিয়