ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কবিতা: উদাস জীবনের গান

ঝুটন দত্ত

প্রকাশিত: ১৩:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জীবনটা ধানী জমির মতো,
কেইল দিয়ে চারা রোপণ করতে চেয়েছিলাম।
কিন্তু এলোমেলো ও যত্নহীনতায় বৃদ্ধি পেয়েছে কেবল আগাছা;
এখন বিরানভূমিতে পরগাছার মতো দাঁড়িয়ে খাঁ খাঁ রোদ্দুর।

হয়তো পরিচর্যা করলে মিলতো সোনার ফসল,
অনুর্বর জমিন হয়ে উঠতো সবুজময়।

সর্বশেষ
জনপ্রিয়