ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

এবার সিলেটে সিজারের মাধ্যমে ছাগলের বাচ্চা প্রসব!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ১৫ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সন্তান প্রসবের সময় মৃত্যুসহ নানা জটিলতা এড়াতে গর্ভবতী নারীদের সিজার করানো হয়। এবার নারী নয়, সিজারের মাধ্যমে একটি ছাগলের বাচ্চা প্রসব করানো হয়েছে।

গতকাল রোববার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের অপারেশন কক্ষে এ সিজার করা হয়। এখন মা ছাগল ও ছানা দুটি ভালো রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিকৃবির সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায়।

তিনি জানান, ওই ছাগলটি সিলেট সদর উপজেলার পশ্চিম হাটখোলা এলাকার। শনিবার থেকে ছাগলের প্রসব ব্যথা ওঠে। কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব না হওয়ায় রোববার সিজারে প্রসব করানো হয়।

এর আগে ছাগলটিকে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ভেটেরিনারি হাসপাতালে আনা হয়। কিন্তু স্বাভাবিক বাচ্চা প্রসব করতে না পারায় রোববার সকালে ছাগলটির মালিক সেটিকে নিয়ে সিকৃবির পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে আসেন। সেখানে সিজারের পর দুটি বাচ্চাসহ মা ছাগল সুস্থ রয়েছে।

সহযোগী প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে মাঝে-মধ্যে এভাবে সিজারের মাধ্যমে গরু ও ছাগলের বাচ্চা প্রসব করানো হয়। এছাড়াও বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার এখানে হয়ে থাকে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়