ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ২ ১৪৩১

ঈদুল আজহা উপলক্ষে নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ৬ জুলাই ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার আগের ও পরের পাঁচদিন নৌযান এবং লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, নৌপথে ঈদের পাঁচ দিন পূর্বে এবং পাঁচ দিন পর পর্যন্ত নৌযান ও লঞ্চে মোটরসাইকেল পরিবহন করা নিষিদ্ধ থাকবে।

এদিকে গত ৩ জুলাই সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিনসহ মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। এছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না।

সড়ক পরিবহন সচিব আরো জানান, কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে অবহিত করতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

সর্বশেষ
জনপ্রিয়