ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আলাউদ্দিন হোসেনের ছড়া রূপের বর্ষা ও রুপালি মেঘ

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ২৯ জুন ২০২২  

আলাউদ্দিন হোসেন

আলাউদ্দিন হোসেন

রূপের বর্ষা

ভরা গাঙে নৌকা চলে
মাঝি তোলে পাল,
ঘন মেঘের খেয়া চলে
জেলে টানে জাল।

খালে-বিলে ব্যাঙের নাচন
সূর্য মামার আড়ি,
কালো মেঘের ছায়া ভাসে
ময়ূর নাচে ভারী।

হাসনাহেনা কদম কেয়া
গন্ধরাজ ও জুঁই,
হেসে হেসে গন্ধ ছড়ায়
বৃষ্টি কণা ছুঁই।

****

রুপালি মেঘ

সঘন মেঘ অঝোর ধারা
রুপালি জলের গান
ভর আষাঢ়ে থৈথৈ আকাশ
গ্রামবাংলার প্রাণ।

আষাঢ় প্রিয় কবি কণ্ঠে
শত কবিতার সুর
গগণতলে মেঘের ছোঁয়া
ছুটে চলে বহুদূর।

আষাঢ়জুড়ে বৃষ্টিধারা
ভেজা মাটির ঘ্রাণ
সাদা মেঘের লুকোচুরি
রূপ বর্ষার প্রাণ।

সর্বশেষ
জনপ্রিয়