ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আন্দোলনে জনসম্পৃক্ততা না থাকায় চিন্তিত বিএনপির নেতারা

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১ অক্টোবর ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশ বিএনপির চলমান সভা-সমাবেশ, বিক্ষোভ কর্মসূচিতে দলটির কর্মীদের সহিংস রূপে দেখা যাচ্ছে। এখন কর্মসূচিগুলোতে লুকিয়ে আনছে দেশীয় অস্ত্র, জাতীয় পতাকাতে বেধে আনছে লাঠিসোটা। হামলা করছে সরকারি দলের নেতাদের ওপর, জনগণের জানমালের করছে ক্ষতি। তাই কর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব স্পষ্ট।

কিন্তু কর্মীরা এরকম সহিংস সভা-সমাবেশ নিয়ে ব্যস্ত থাকলেও নেতাদের কপালে চিন্তার ভাঁজ। নেতারা উদ্বিগ্ন, তারা সন্দিহান। এভাবে জনসম্পৃক্ততা ছাড়া কতদিন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এটাই এখন বিএনপির বড় মাথাব্যাথা। বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা অতীতের কর্মসূচিগুলো করেছিলাম দল এবং ব্যক্তিকেন্দ্রিক। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, খালেদা জিয়ার মুক্তির দাবিতে। এই সমস্ত কর্মসূচিতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়নি। এটা বুঝাই যায় যে, সাধারণ মানুষের এসব বিষয়ে আগ্রহ কম। তাই দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল- এমন কর্মসূচি গ্রহণ করতে হবে যে কর্মসূচি জনগণ নিজেদের দাবি বলে মনে করবে। এ কারণেই আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ইত্যাদি নিয়ে কর্মসূচির ঘোষণা করেছি। কিন্তু তাতেও সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদি আন্দোলন কঠিন হয়ে পড়বে।

এদিকে বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ কেন সম্পৃক্ত হচ্ছে না- এ নিয়ে দলটির নেতাদের মধ্যেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। দলটির একাধিক নেতাই মনে করেন, মানুষ এখন তাদের জীবন জীবিকা নিয়ে এত বেশি ব্যস্ত যে, এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করার মতো উৎসাহ-উদ্দীপনা তাদের নেই। জনগণ তাদের মতামত এখন রাজপথে দেওয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ায় বেশি পছন্দ করে।

আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসম্পৃক্ততা হারানোর জন্য বিএনপিই দায়ী। জ্বালাও-পোড়াও আন্দোলন, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারা, সাম্প্রদায়িক সহিংসতা, তাদের এসব সহিংসতার কথা দেশবাসী ভোলেনি। আর এবার লাঠির সাথে জাতীয় পতাকা বেঁধে যে সহিংসতা চালাচ্ছে বিএনপি তাতে জনগণ আরও ধিক্কার জানাচ্ছে বিএনপিকে।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়