ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, জনগণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ২০ মার্চ ২০২৩  

আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, জনগণ

আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, জনগণ

আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্মের পর থেকে এ দলকে ধ্বংস করার জন্য নানাভাবে প্রাসাদ ষড়যন্ত্র হয়েছে। কিন্তু প্রকৃতির নিয়মেই আওয়ামী লীগ ধ্বংস হয়নি। বরং অধিকতর শক্তিশালী হয়ে টিকে ছিল, টিকে আছে এবং টিকে থাকবে। কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, জনগণ।’

সম্প্রতি মহানগরীর কাজির দেউরিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘মাছ যেমন পানির মধ্যে পরমায়ু পায়, ঠিক তেমনই আওয়ামী লীগ জনগণের মাঝে পরমায়ু পেয়েছে। মনে রাখতে হবে, জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। যারা অবৈধভাবে অগণতান্ত্রিক ও অসাংবিধানিকপন্থায় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে ধাক্কা দেওয়ার অপচেষ্টা করবেন, জনগণই তাদের ধ্বংস করে দেবে। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’

টানা ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আত্মতুষ্টি ও আত্মবিশ্বাসের অবকাশ নেই জানিয়ে তিনি বলেন, ‘আজকে দেশ ও জাতির বিরুদ্ধে দেশ-বিদেশে নানামুখী চক্রান্তের জাল বোনা হচ্ছে। আমাদের অগোচরে কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের সবসময় সজাগ থাকতে হবে।’

নাছির উদ্দিন বলেন, বাংলাদেশের সব মহৎ অর্জন ও সাফল্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই অর্জিত হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের ধারাবাহিকতায় যে কটি নিদর্শন রেখে গেছেন, তার মধ্যে প্রধানতম প্রমত্তা পদ্মার বুকে বহুমুখী সেতু নির্মাণ। পৃথিবী আজ অবাক বিস্ময়ে তাকিয়ে রয়, শেখ হাসিনা ও বাংলাদেশের দিকে। অথচ যারা স্বাধীনতা, বাংলাদেশ ও পদ্মা সেতু চাননি, তারা এ সেতুকে নিয়ে ষড়যন্ত্রের অশুভ খেলা শুরু করেছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন। সঞ্চালনা করেন সাজ্জাদুর রহমান বাচ্চু। সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমদু, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, জাফর আলম চৌধুরী, ডা. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমদ, হাসান মনছুর, সিরাজুল ইসলাম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আব্দুল আজিম সভাপতি ও সাইফুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়