ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অনলাইনে পাওয়া যাচ্ছে যেসব ভূমিসেবা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৫ জুন ২০২৩  

ফাইল ছবি

ফাইল ছবি

ভূমির যেসব সুবিধা বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে তার তথ্য তুলে ধরেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

গতকাল রবিবার (৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

ভূমিমন্ত্রীর তথ্য অনুযায়ী যেসব সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে তা হলো, অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে শতভাগ হোল্ডিং ডাটা এন্ট্রিকরণ, শতভাগ ই-নামজারি আবেদন গ্রহণ ও ই-নামজারি নিষ্পত্তি, ভূমি রেকর্ড ডিজিটাইজেশনের আওতায় অনলাইনে খতিয়ান সরবরাহ, অনলাইনে জলমহাল ইজারা কার্যক্রম সম্পাদন। ‍

সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ৫ হাজার ২৬৫টি সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। দেশের ২৫টি জেলায় সম্পত্তি বিনিময় মামলা চলছে বলে জানান ভূমিমন্ত্রী। এর মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ১ হাজার ২৮৫ মামলা চলছে।

হাজী সেলিমের আরেক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, সারাদেশে বর্তমানে নদী সিকস্তি জমির পরিমাণ ৩ লাখ ৯১ হাজার ২৮৪ দশমিক ৩৪৪৩ একর। এ জমির জন্য কোনও খাজনা আদায় করা হয় না।

সর্বশেষ
জনপ্রিয়