কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১০:২৫ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ৫ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিহার রঞ্জন বণিক।

বায়োগ্যাস প্রযুক্তিতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।