নেত্রকোণা জেলার কেন্দুয়ায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন

‘মোরা একি বৃন্তে দুইটি কুসুম হিন্দু-মুসুলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ’। সাম্যের কবি, দ্রোহের কবি, মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী নেত্রকোণার কেন্দুয়ায় উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। 

কেন্দুয়া উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম। 

কেন্দুয়া উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় উপস্থিত থেকে কবি নজরুলের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন গাতিকার মীর্জা মো. রফিকুল ইসলাম, কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক  আব্দুল মান্নান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মামুনুর রশীদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান জীবন, কবি শিক্ষক দীপান্বিতা খানম, শিক্ষক অনুকুল চন্দ্র প্রমূখ। 

কবি নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সংগীত ও বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান।

কবি নজরুলের জীবন কর্ম নিয়ে আলোচনার শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীতের মাধ্যমে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপনের সমাপ্তি হয়।