নাশকতাই বিএনপির আন্দোলন : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো বিএনপির আন্দোলনের গাড়িও আটকে গেছে। এ গাড়ি আর উঠবে না। আন্দোলন আর জমছে না বলে বিএন‌পি এখন ষড়যন্ত্র করছে। নাশকতাই এখন তাদের আন্দোলন।

মঙ্গলবার রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ড ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি

ওবায়দুল কাদের ব‌লেন, আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। যারা বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে অভিযোগ করেছেন, তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের খবর নিন।

তি‌নি আরো বলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি করা ‘২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্রাকটিসেস’ প্রতিবেদন অযৌক্তিক।

এ সময় বিএনপির মতো অশুভ শক্তিকে মোকাবিলায় যুবলীগকে সাংগঠনিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

সম্মেলনে উপস্থিত ছিলেন- যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।