শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী চৈতালী মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১০:১৭ এএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর ভাতশালা ইউনিয়নের সাপমারি উচ্চবিদ্যালয় মাঠে ২ দিনব্যাপী চৈতালী মেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১৭ মার্চ রাতে এই মেলা উদ্বোধন উপলক্ষে আন্ধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাক আলীর সঞ্চালনায় ও ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজ্জাক সেলিম এর সভাপতিত্বে এবং মুজিব সেনা তরুন সংঘের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ওই আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ,শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান আলী,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানাসহ আরও অনেকে ২ দিনব্যাপী এই চৈতালী মেলার উদ্বোধন করেন ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার।

আলোচনা সভা ও উদ্বোধন শেষে কেক কাটা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।