কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেছেন এমপি নূর

অনলাইন ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:২৪ এএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোয়া এক কোটি টাকা ব্যয়ে নির্মিত কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নবনির্মিত এ ভবনটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দীন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার শাহ মো. আলমগীর, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল কবীর আলমগীর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম শওকত, সাবেক ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম বিলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী একাডেমিক ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

এর আগে বিদ্যালয় মাঠে আয়োজিত ১১৩তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপভোগ করেন নূর মোহাম্মদ এমপি।