কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌরসভার উন্নয়ন কাজের উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১০:২৩ এএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৫৫ লাখ ৩১ হাজার টাকার ৩টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারণে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। বাজিতপুর পৌর কাউন্সিলর মুহাম্মদ আব্দুর রহিম রিপনের সভাপতিত্বে উন্মুক্ত লটারী কার্যক্রমে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালমা আক্তার, প্রশাসনের কয়েকটি দফতরের কর্মকর্তা ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ও পৌর রাজস্ব তহবিল থেকে ৩টি উন্নয়ন কাজের টেন্ডার দেওয়া হয়।

বিভিন্ন উপজেলার ২৭ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করে। বৈধ দরদাতাদের মধ্যে হতে উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করা হয়েছে।