অধস্তন আদালতে নারী বিচারক এক তৃতীয়াংশ

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

অধস্তন আদালতে নারী বিচারক এক তৃতীয়াংশ

অধস্তন আদালতে নারী বিচারক এক তৃতীয়াংশ

দেশের বিচারিক (অধস্তন) আদালতে বর্তমানে ৫৮০ জন নারী বিচারকাজে নিয়োজিত রয়েছেন। তবে অর্ধশত বছর আগে দেশের প্রেক্ষাপট এমন ছিল না।

বর্তমানে অধস্তন আদালতে দুই হাজারেরও বেশি বিচারকের মধ্যে পুরুষের সংখ্যা ১৪০০ থেকেও বেশি। আর প্রায় ৬ শতাধিক রয়েছেন নারী বিচারক।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন বলেন, বর্তমানে জেলা জজ থেকে শুরু করে সহকারী জজপদ পর্যন্ত ৫৮০ জন নারী বিচারক কর্মরত আছেন। অর্থাৎ অধস্তন আদালতের মোট বিচারকের প্রায় এক-তৃতীয়াংশ নারী।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গত কয়েক বছরে বিচারিক আদালতে নারী বিচারকের সংখ্যা বেড়েছে। বিচারকাজে ভালো করছেন নারীরা। তবে উচ্চ আদালতে আরো নারী বিচারক হওয়া দরকার।

এদিকে সংশ্লিস্টিদের মতে, অধস্তন আদালতে নারী বিচারকের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। সেই হিসেবে দেশে নারী বিচারকের এ সংখ্যা পর্যাপ্ত। তবে এ সংখ্যা আরো বাড়াতে হবে।