কবিতা পর্ব : পার্থিব

ফেরদৌস জান্নাতুল

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যা কল্পনায় উঠে আসে
অর্ধেক সৌন্দর্যের একেবারে কোণঠেসে-প্রবল খাঁদ-
উপলব্ধ জাগ্রত রশদশালা
কাব্য করে একদিন ঢুঁ মারা অনুসন্ধিৎসু চোখ।

ভেল্কির শহরজুড়ে নৃত্যগীত
পার্থিব নেশা, দেশীয় আলাপনের সরঞ্জাম-
আবিরে পার করে সময়।
ঘস্ত ধৌতের তুমুল বর্ণনা
স্নান থেকে বহুদূরে
বিশদ রণকৌশল, সজ্জায় বেঘোরে মাতে