প্রেমের কবিতা: শ্যামনগরের আকাশনীলায়

আবু আফজাল সালেহ

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জানুয়ারির মাঝামাঝি, ঈষৎ ঠান্ডা
ক্রমাগত ঝিঁঝি পোকার ডাক
মাঝেমধ্যে মাথা দোলায়
গরান-ফুল-কেউরাবীথি।
সার্চবাতির কৃত্রিম আলো ঝিমোয় বনজুড়ে
জোনাকির আলো, জোয়ারের ডাক
পতঙ্গদের মাতলামি
আকাশনীলার বনবিলাসে।

ওই যে নদীর রুপালি ধারা
বারান্দায় গাছ ছুঁয়ে
শুধু দুটি প্রাণি জেগে এখানে
অসংখ্য ছোট প্রাণের আড্ডায়।

আমি ঠাঁয় দাঁড়িয়ে
কীভাবে এগোতে হয় ভুলে গেছি।