নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করেছে জেলা প্রশাসন এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী।আলোচনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহনান মানিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, ব্র্যাকের সমন্বয়কারী প্রবাল সাহা, পল্লব চক্রবর্তী ও পুর্বধলা উপজেলায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. আল আমিন প্রমুখ।