বিশ্বের সবচেয়ে দামি কন্ডোমের দাম কত, জানেন কী?

ফিচার ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারীরিক সম্পর্কের জন্য কন্ডোমের জুড়ি মেলা ভার। বাড়তে থাকা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সবথেকে কার্যকরী উপায় হল কন্ডোম। তাই সাধারণ মানুষের নাগালের মধ্যে রেখেই বেশির ভাগ ক্ষেত্রে কন্ডোমের দাম নির্ধারণ করা হয়। ওষুধের দোকান থেকে শুরু করে প্রায় সর্বত্রই মেলে কন্ডোম।

তবে কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবথেকে দামী কন্ডোমের দাম কত হতে পারে? ৫০০ টাকা নাকি এক হাজার টাকা? নাহ! মোটেই তা নয়। বিশ্বের সবথেকে দামি কন্ডোমের দাম ৪৬০ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ হাজার ৪৪২ টাকা।

ইংরেজি সংবাদপত্রে একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে একটি গ্রামে মিলেছে একটি বাক্স। সেই বাক্সের মধ্যে মিলেছে ১৯ সেন্টিমিটার লম্বা একটি কন্ডোম। গবেষণার পর জানা যায়, এই কন্ডোমটি দুশো বছর আগের। এরপর কন্ডোমটির নিলাম হয়।

নিলামে এই ঐতিহাসিক কন্ডোমটি কেনেন ৪৬০ পাউন্ড দিয়ে। সেই ব্যক্তির নাম এন্সডর্ম। তিনি অ্যামস্টারডামের বাসিন্দা। জানা গিয়েছে ২০০ বছর আগে ইউরোপের ধনীতম ব্যক্তিরা এই ধরনে কন্ডোম ব্যবহার করতেন।

এই কন্ডোমটি ভেড়ার অন্ত্রের কোষ দিয়ে তৈরি। এর আগে ফ্রান্সে এই ধরনের কন্ডোমের খোঁজ মিলেছিল।