কবিতা: ফুটবল ও ব্রাজিল

সৈয়দ ইফতেখার

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফুটবল যারা বোঝেন তারা করেন ব্রাজিল
দিন শেষে জয় নিয়ে বাড়ি যান, করেন চিল...
সব ম্যাচে কোটি কোটি ভক্তের জেতে দিল।

বাকি সব দল মাঠে ধিন তানা ধিন তানা
পারে না খেলতে, জমে না কোনো হানা।

এক নেতাতে নির্ভর আর কত চলে ভাই
ফুটবল মানে যে ছন্দ, ব্রাজিল শেখায় তাই।

পাঁচবার সেরা তারা, জানে পুরো বিশ্ব
গুরু হলো পেলে স্যার, সবাই তার শিষ্য
ফুটবলে মানবতা জয়গান দৃশ্য।