কবিতা পর্ব : মুখোশ ও হেলেন হয়ো না

আবু আফজাল সালেহ

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার | আপডেট: ১২:৫৪ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুখোশ

মৃত্যু অনিবার্য
তাই নতুন জীবন পেলে বাঁদর হতে চাই।

মুখ খিঁচিয়ে নখরাঘাত করব
রক্ত ঝরাবো ওই মুখোশে
আলোর আড়ালের অন্ধকারের।

এই মুখোশই যত অশান্তির মূল
জলের স্থলের আকাশের।

****

হেলেন হয়ো না

তোমার ঘনকালো চুল—রেশম-নরম, সুগন্ধি
এলোমেলো বাতাসে মাতাল গন্ধ
ঘ্রাণ ভাসে
পাল ওড়ায় ভালোবাসায়।

হেলেন হয়ো না তুমি!
না-না, বরং হলেই ভালো
তবে, আর একটি ভগ্ন-ট্রয় যেন সৃষ্টি না হয়।