শেরপুর জেলার ঝিনাইগাতীতে মুজিবনগর দিবস উদযাপিত

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৭ এপ্রিল ২০২৪ বুধবার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে মুজিবনগর দিবস উদযাপিত

শেরপুর জেলার ঝিনাইগাতীতে মুজিবনগর দিবস উদযাপিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার উপজেলার হল রুমে সকাল ১১ ঘটিকর সময় ঐতিহাসকি মুজিবনগর দিবস ও বালাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিবসসের তাৎপর্য ও স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ওসি বছির আহাম্মেদ বাদল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর আকন্দ, বীর মুক্তিযোদ্ধা এম সূরুজ্জামান আকন্দ, ইউপি চেয়রম্যান মোজাম্মেল হক,প্রধান শিক্ষক মাছুদুর রহমান, আবুল হাশেম, ও সাংবাদিক হারুন অর রশিদ দুদু সহ আরো অনেকেই । অনুষ্ঠানের সভাপতি ঐতিহাসিক মুজিবনগর দিবস ও স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।