নেত্রকোণায় বিনামূল্যে চক্ষু শিবির

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৯:১০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

নেত্রকোণায় বিনামূল্যে চক্ষু শিবির

নেত্রকোণায় বিনামূল্যে চক্ষু শিবির

নেত্রকোণায় বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে তিন দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প খোলা হয়েছে। 

শহরের বারহাট্টা রোডের চক্ষু হাসপাতালে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় রবিবার ক্যাম্প শুরু হয়।  

এতে পাঁচশত রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া এই ৫ শত রোগীর মধ্যে ১৭৫ জন রোগীর ছানি অপারেশনের জন্য ময়মনসিংহ ডা. কে জামান বিএনএসবি হাসপাতালে নিজস্ব পরিবহনে পাঠানো হয়।

নেত্রকোণা বিএনএসবি হাসপাতাল পরিচালনা পরিষদের আহ্বায়ক মতিউর রহমান তালুকদার জানান, আগামী মঙ্গলবার ছানি অপরেশনকৃত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হবে। 

প্রথমদিন রবিবার রোগীদের চোখ পরীক্ষা করে প্রাথমিক সেবা দেয়া হয়। সেখান থেকে ছানি অপারশেনের রোগীদের বাছাই করা হয়েছে। সেবা দান করেন ডা. মনিষা ঘোষ, ডা. রেজাউর রহমান এবং সহকারি ছিলেন মনির হোসেন বরুণ।