কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের পরামর্শ দিতে ‘করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কর্মশালা উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন বিভাগের মোট ৫৭ জন শিক্ষার্থীকে পরামর্শ দেওয়া হবে।

আইকিএসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান জোবেদা খাতুন। 

এ সময় উপাচার্য ড. আবদুল মঈন বলেন, আমরা সবসময় শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, মানসিক স্বাস্থ্য এড়িয়ে যাই। কিন্তু, মানসিক শান্তি হচ্ছে কিছু কিছু সময় শারীরিক স্বাস্থ্যের চেয়েও গুরুত্বপূর্ণ। শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য জড়িত। 

জোবেদা খাতুন বলেন, আমরা দেখেছি করোনার কারণে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই বিপর্যয়ের কারণে অনেকের পড়ালেখা হচ্ছে না, ঘুম হচ্ছে না, পরীক্ষায় বসতে পারছে না। সুইসাইড করার প্রবণতা দেখা যাচ্ছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মোর্তাজা তালুকদারসহ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।