একনজরে দেখে নিন বাংলাদেশের করোনা পরিসংখ্যান

হেলথ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিক গত ২৪ ঘণ্টায় করোনা মহামারিতে নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ১৯৮  জনে। এই ১৯৮ জনের মধ্যে রাজধানীতে মোট ১১৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। এদিকে করোনায় নতুন মৃত্যু নিয়ে দেশে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩০৯ জনে।

করোনা সারিয়ে সুস্থ হচ্ছেন অনেকেই।
গত২৪ ঘণ্টায় ৩৮৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।  পরিসংখ্যান তাই বলছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে করোনা সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে। জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্তকরণে চলছে নমুনা পরীক্ষা।

এদিকে,গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ মারা গেছেন করোনায়। এবং দেশে করোনা ভাইরাসে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭০৯ জন এবং নারী ১০ হাজার ৬০০  জন।

করোনায় মারা যাওয়া ১ জন ঢাকা বিভাগের বাসিন্দা।নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরে ১১৭ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১২০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ২ জন , সিলেট বিভাগে ৮ জন করোনা রোগী।