শেরপুরে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাজার, লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ।

সভায় জানানো হয়, সকল ইউনিয়নে কোভিড-১৯ এর বিশেষ টিকাদান ক্যাম্পেইন করা হবে। প্রাপ্যতা অনুযায়ী ১২ বছর বয়স থেকে ১ম ও ২য় ডোজ এবং ১৮ বছর বয়স থেকে ১ম, ২য় ও বুস্টার ডোজ প্রদান করা হবে।

সভায় সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।