ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি ভবনে জমানো পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ওই ভবন মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম‍্যমাণ আদালত।

গত সোমবার (৪ জুলাই) দুপুরে নগরীর আমলাপাড়া এলাকায় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এই ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান।  

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বাজার কর্মকর্তা জালাল আহমেদ চৌধুরী, এপিএ সুপারভাইজার মো. মাসুম প্রমুখ।  

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।

তিনি বলেন, এডিস মশার সংক্রমণ রোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পেলে তা জরিমানার আওতায় আনা হচ্ছে।  

তিনি আরও বলেন, সবার সহযোগিতায় এবং সিটি করপোরেশনের কার্যক্রমে আমরা এখনো ডেঙ্গুমুক্ত আছি।  

তবে ডেঙ্গু থেকে রক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতার গুরুত্ব অপরিসীম বলেও জানান তিনি।