বাংলাদেশের ৬ লাখের বেশি ফ্রিল্যান্সারের মধ্যে ৩০ ভাগ নারী: পলক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:১০ এএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

দেশের ৬ লাখের বেশি ফ্রিল্যান্সারের মধ্যে ৩০ ভাগ নারী বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক (আইসিটি)  প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

গতকাল সোমবার দুপুরে সিংড়া উপজেলা যুব মহিলা লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, বিষয়টি অনুধাবন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তার নির্দেশে দেশের প্রায় ১৭ হাজার ইউনিয়ন পরিষদে পুরুষের পাশাপাশি একজন করে নারীকে উদ্যোক্তা করা হয়েছে। এতে সাড়ে ৮ হাজার নারী ডিজিটাল সেন্টার পরিচালনা করছেন।

পলক বলেন, সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে ও প্রযুক্তি ব্যবহার করে মেয়েরা অনেকেই এখন স্বাবলম্বী।

সিংড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মানসী ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি, জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি শিল্পী, সাধারণ সম্পাদক মেরিনা জামান মিমসহ উপজেলা ও জেলা কমিটির সদস্যরা।