কিশোরগঞ্জের পুলেরঘাট উপশহরের যানজট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা সদর, পাকুন্দিয়া, কটিয়াদী তিন উপজেলার ৫ টি ইউনিয়নের মোহনা পুলেরঘাট। যা একটি আঞ্চলিক উপশহর। তিনটি উপজেলার মোহনা হওয়ায় পুলেরঘাট বাজারে সর্বদায় যানজট লেগেই থাকে।

পুলেরঘাট উপশহরের এ যানজট নিরসনের জন্য ” পুলেরঘাট উপশহর যানজট নিরসন কমিটি”র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৩ জুলাই ) বিকেল ৫ টায় পুলেরঘাট উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আলোচনা সভায় পুলেরঘাট উপশহর বনিক সমিতির সভাপতি খাইরুল আলম খাঁন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তিথি হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন পাকুন্দিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি সারোয়ার জাহান।

যানজট নিরসনের কমিটি আহবায়ক মোস্তফা খানের সঞ্চালনায় বি‌শেষ অ‌তিথি হিসাবে উপস্থিত ছিলেন আহুতিয়া তদন্ত কেন্দ্রর ইনর্চাজ শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ আলম মিয়া, সেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম জাফরুল, অটো শ্রমিক নেতা শামিম আহমেদ, অটো শ্রমিক নেতা শরিফ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপ‌স্থিত ছি‌লেন।