নেত্রকোণায় বেড়েই চলেছে পানি

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুরে কিছুটা কমলেও অন্য উপজেলাগুলোতে বেড়েই চলেছে পানি। আটপাড়া ও বারহাট্টাসহ নেত্রকোনা সদরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোরস্থান পানিতে তলিয়ে থাকায় মৃতদের কবর দেয়ার নেই জায়গা।

নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামের বাসিন্দা সলিমুদ্দিন। গত কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা যান তিনি। বন্যায় গোরস্থান প্লাবিত হওয়ায় অনেকটা বাধ্য হয়ে রান্নাঘরেই দাফন করা হয় তাকে।

গত এক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে জেলার বন্যা পরিস্থিতি। পানিবন্দি হয়ে পড়েছেন ১০ উপজেলার কয়েক লাখ মানুষ। কংশ নদীর পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

জীবন বাঁচাতে নেত্রকোনা প্রধান সড়কের পাশে খালি জায়গায় গবাদি শু নিয়ে আশ্রয় নিয়েছেন বানভাসি মানুষ।

জেলার ১০ উপজেলার ৭৫ ইউনিয়নের ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দি। এ জেলায় এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ৪ জন।